DSS Exam Question Solution 2021 | Department Of Social Service

Are you searching for DSS Exam Question Solution 2021 for the post of Computer Operator and Office Assistant? Then you are in the right place. We are now providing you with the correct solution to the DSS exam question paper. The Department of Social Service Bangladesh fixed the date for different posts. The exam date of the DSS job is 20th November 2021. After completing the exam, the participant of the Somaj Sheba examinee will be searching for their exam question solution. It is required for every candidate who attended the DSS Job exam 2021. The DSS Exam question solution will be available on our site. We will be happy to provide you with a 100% correct question solution.

One of the best reasons for finding the question solution is how many answers were correct in the exam hall. See below to get your desired question solution in PDF or Image format.

DSS Exam Question Solution 2021

The Department of Social Service published a job circular for different posts on September 05, 2020. It was a government job. So A massive number of candidates applied for the different posts in the Department of Social Service Bangladesh. More than 1 lakh candidates applied for Office Assistant and Computer operators posts. The DSS Exam will happen at 10 pm on Friday. The posts of DSS are:

  • Computer Operator
  • Office Assistant
  • Union Somajkormi

DSS Office Assistant Question 2021

DSS Exam Question 2021
DSS Exam Question 2021

Solution:

বাংলা অংশ সমাধানঃ

১. সন্ধি বিচ্ছেদ করুন। ক) যথেষ্ট= যথা+ইষ্টখ) দিগন্ত= দিক্ + অন্তগ) সংযম= সম্ + যমঘ) পরিষ্কার= পরি+কারঙ) নাবিক= নৌ+ইক

২. এক কথায় প্রকাশ করুন। ক) যা দমন করা যায় না=অদম্যখ) যা খুব শীতল বা উষ্ণ নয়= নাতিশীতোষ্ণগ) যা কষ্টে লাভ করা যায়=দুর্লভঘ) যে মেয়ের বিয়ে হয়নি= কুমারীঙ) যার কোন উপায় নেই= নিরুপায়

৩. বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন। ক) অকূল পাথার= (ভীষণ বিপদ) -চাকরি হারিয়ে সুমন আজ অকূল পাথারে পড়েছে। খ) কৈ মাছের প্রাণ= (যা সহজে মরে না/ দীর্ঘজীবী)- ১০ তলা ছাদ থেকে পড়েও সুমনের কিছুই হয়নি এ যেন কৈ মাছের প্রাণ।গ) গোঁফ খেজুরে= (নিতান্ত অলস)- সুমনের মত এত গোঁফ খেজুরে লোক জীবনে দেখিনি।ঘ) ব্যাঙের সর্দি= (অসম্ভব ঘটনা)- জেলের বাস্তু ঘুঘুকে দেখাচ্ছে জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি!ঙ) মণিকাঞ্চন যোগ= (উপযুক্ত মিলন)- যেমন বর, তেমনি কনে, একেবারে মণিকাঞ্চন যোগ।

ইংরেজি অংশ সমাধানঃ

৪. Translate into English.

a) আমাকে সেখানে যেতেই হবে= I have to go there. b) আকাশ মেঘাচ্ছন্ন=The sky is overcast with clouds. c) বালিকাটি নাচতে নাচতে আসছে= The girl is coming to dance.d) লোকটি তিন দিন যাবত জ্বরে ভুগছে=The man has been suffering from fever for three days. e) রহিম একজন সফল কৃষক= Rahim is a successful farmer.

৫. Fill in the Blanks.

a) —-Sky is blue. উত্তরঃ The b) I eat ——apple every day. উত্তরঃ anc) We should abide—-the rules. উত্তরঃ By d) He is zealous—freedom. উত্তরঃ fore) He is weak—Mathematics. উত্তরঃ inf) He is—one-eyed man. উত্তরঃ a

৬. Make sentences with following (with meaning)

a) Blue Blood= (Noble birth/Aristocrat family) – He comes from a blue Blood. b) All day long= (Whole time)- He works all day long for his livelihood.

গণিত অংশ সমাধানঃ

৭. একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয় । কলমটির ক্রয় মূল্য কত? উত্তরঃ ১০ টাকা

৮. x+y=4 হলে x^3+y^3+12xy এর মান নির্ণয় করুন। উত্তরঃ 64

৯. এক কথার উত্তর দিন

ক. সমকোণী ত্রিভুজের সমকোণ এর বিপরীত বাহুকে কি বলে? উত্তরঃ অতিভুজ (hypotenuse)

খ. ৩০ ডিগ্রী কোণের পূরক কোণ কত? উত্তরঃ ৬০ ডিগ্রী

গ. কোন বর্গের একবাহুকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? উত্তরঃ ৩ গুণ

ঘ. ০.৫ এর শতকরা ২০ কত? উত্তরঃ 0.1

ঙ. এক সমকোণ এর পরিমাণ কত? উত্তরঃ ৯০ ডিগ্রী

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

ক. ”উইজার্ড অব দি ডি্রবল”হত দিয়াগো ম্যারাডোনা কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তরঃ ২৫ নভেম্বর ২০২০

খ. বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়? উত্তরঃ ১৫ আগস্ট

গ. বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? উত্তরঃ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১ এ ভুটান ভারতের ২ ঘণ্টা আগে স্বীকৃতি দেয়)

ঘ. করোনাভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? উত্তরঃ হুবেই প্রদেশে ( চীনের হুবেই প্রদেশের উহান শহরে)

ঙ. মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? উত্তরঃ ১১ টি সেক্টরে (আর ৬৪ সাব-সেক্টরে ভাগ করা হয়)

DSS Exam Question 2021

DSS Exam Question 2021
DSS Exam Question 2021

সম্পূর্ণ অংশের সমাধানঃ

১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী- উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সদস্য কতজন?- উত্তরঃ ৫০ জন

৩. বাংলাদেশের শহীদ দিবস কবে?- উত্তরঃ ২১ ফেব্রুয়ারী

৪. বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি?- উত্তরঃ চট্টগ্রাম

৫. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?- উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

৬. জাতিসংঘের ‘Champion of the Earth’ খেতাবপ্রাপ্ত কে?- উত্তরঃ শেখ হাসিনা

৭. মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?? উত্তরঃ জু বাইডেন

৮. বাংলাদেশের জাতীয় কবির নাম কী? ? উত্তরঃ কাজী নজরুল ইসলাম

Check Primary Assistant Teacher Job Circular 2020

DSS Computer Operator Question And Solution 2020

DSS Union Somajkormi Question Solution 2021
DSS Union Somajkormi Question Solution 2021

Bangla:

১. আক্কেল সেলামী:- নির্বুদ্ধিতায় দন্ড, একদশে বৃহস্পতি:- সৌভাগ্যে বিষয়, গড্ডালিকা প্রবাহ:- অন্ধ অনুকরণ, জিলাপীর প্যাঁচ:- কূটিলতা, গোঁফ খেজুরে: নিতান্ত অলস

২. ইষৎ আমিষ গন্ধ যার: আষটে, যে পুরুষ বিয়ে করেছে- কৃতদার, যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী, যে ক্রমাগত রোদন করছে: রোরুদ্যমান, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে: অবিমৃষ্যকারী

৩. ডাক্তার ডাক :কর্মকারকে শূন্য, তিলে তৈল আছে: অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি, বিপদে মোরে করিবে ত্রান এ নহে মোর প্রার্থনা: কর্মকারকে সপ্তমী, আকাশে চাঁদ উঠেছে : অধিকরণে সপ্তমী, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন: কর্তায় শূণ্য।

৪. অতি+উক্তি = অত্যুক্তি, গবেষণা: গো+এষণা, স্বাগত: সু+আগত, সংলাপ:সম+লাপ, পদ্ধতি: পদ+হতি.

Department Of Social Service Job Exam Question Solution 2021

25% Negative marks were in Somaj Sheba Odhidoptor Exam last time. So this time maybe some negative marking in the exam hall. So check questions carefully before starting writing. We suggest you touch on all the questions and check the previous year’s question to get an idea about the DSS exam question.

DSS Question Solution 2021
DSS Question Solution 2021

বাংলা_ও_GK_অংশের_সমাধান

০১| বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
®___প্রাতিপদিক

০২| কোন বানানটি শুদ্ধ?
®___পিপীলিকা

০৩| লাপাত্তার “লা”উপসর্গ?
®___আরবি

০৪| জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত?
®___নদী

০৫| দ্যুলোক”এর সন্ধি?
®___দিব্+লোক

০৬| “জুগুপ্সা” অর্থ?
®___গোপন/নিন্দা করার ইচ্ছা

০৭| অন্যের রচনা চুরি করাকে বলে?
®___কুম্ভিলকবৃত্তি

০৮| ইতর শব্দের বিপরীত?
®___ভদ্র

০৯| শব্দের পূর্বে বসে?
®___উপসর্গ

১০| এ সাবানে কাপড় কাচা চলবে না-“সাবানে?
®___করণে ৭মী

১১| মাইকেলের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে যে রচনায়?
®___সনেটে

১২| ভ্রান্তিবিলাস এর গদ্য অনুবাদ?
®___কমেডি অর এররস

১৩| রক্তকরবীর রচয়িতা?
®___রবীন্দ্রনাথ

১৪| সংস্কৃতির সংকট প্রবন্ধের রচয়িতা?
®___বদরুদ্দীন উমর

১৫| শেষ রাত্রির তারা”উপন্যাসটি?
®___আবু জাফর শামসুদ্দীন

১৬| একাত্তরের বর্ণমালা”কার লেখা?
®___এম আর আখতার মুকুল

১৭| সীমান্তের চিঠির রচয়িতা?
®___ইব্রাহিম খলিল

১৮| আমার পূর্ব বাংলা কবিতার লেখক?
®___সৈয়দ আলী আহসান

১৯| “তালাশ”উপন্যাসটির লেখক?
®___শাহীন আখতার

২০|”বাংলাদেশ স্বপ্ন দ্যাখে”কাব্যের রচয়িতা?
®___শামসুর রাহমান
®___সমাধান রমজান

২১| মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে সাব-সেক্টরে ভাগ করেছিল?
®___৬৪টি

২২| শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
®___১৯৬৯ সালে

২৩| কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়?
®__নিউইয়র্কে

২৪| খাদ্য ব্যবস্থার সাথে সংশিষ্ট?
®__FAO

২৫| সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার বয়স?
®___২৫ বছর

২৬| মুজিবনগর সরকার শপথ নেয়?
®___১৭ এপ্রিলে

২৭| বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়?
®___২০০০ সালে

২৮| চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত জয়?
®___১৭৯৩

২৯| হৃদপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলে?
®___ডায়াস্টোল

৩০| বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম?
®___স্ট্র্যাটোমণ্ডল

For each correct answer for the DSS question, the candidate will get one mark. And for every wrong answer, the number will be cut by 20% Marks. It is to note that after the publication of the DSS Computer Operator and Office Assistant recruitment notice, more than 50000 applications were submitted online from September 5to October this year. They are questioning the appointment of the digital system in the DSS recruitment test. Written examinations will take for the candidates who passed the MCQ test.

Thanks, guys for being here. After completing the exam, we will post here exam question solution. So keep in touch on Education bad for getting the latest update about DSS Job Exam Question Solution 2021.